ইসলামী জনকল্যাণ সংস্থা ‘আঞ্জমানে মুফিদুল ইসলাম’ সিলেট শাখার উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২১, ১১:২২ অপরাহ্ন /
ইসলামী জনকল্যাণ সংস্থা ‘আঞ্জমানে মুফিদুল ইসলাম’ সিলেট শাখার উদ্বোধন

সিলেট প্রতিনিধিঃ

১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় নগরীর মিরের ময়দান এলাকাস্থ একটি অভিজাত হোটেলে সুধী সমাবেশের মাধ্যমে সিলেট বিভাগের গরীব রোগীদের জন্য ফ্রি এবং স্বচ্ছলদের জন্য ন্যায্য ভাড়ায় রোগী, লাশ পরিবহনের জন্য একটি এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মুফিদুল ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি ও ট্রাস্টি মুফলে আর ওসমানী।
আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইমরান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অর্ব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখা ভাইস চেয়ারম্যান আবু তাহের মো. সুয়েব, আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সদস্য অবঃ কর্নেল আবদুস সালাম বীরবিক্রম, ডাঃ নাজমুস সাকিব, আতাউল করিম, ফয়েজ হাসান ফেরদৌস, খাইরুন্নেছা উদ্দিন শেলি, উস্তার আলী খসরু মিয়া, ডাঃ ইয়াজদান রেজা চৌধুরী, ডাঃ নাজরা চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সাংবাদিক ইকরামুল কবির, সাংবাদিক ও সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম সিরাজ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. ফাতেমা আহমেদ, রাহাত হোসেন, সৈয়দ জাকি হোসেন, ড. মালেকা আহমেদ, মীর আব্দুল হাকিম, সালাউদ্দিন আহমেদ, রাজিয়া আহমেদ, শেফা জামান, সৈয়দ নুরুজ্জামান, আকদার মোস্তাক খান, দরগা মাদ্রাসার মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান খান।
বক্তারা বলেন, আঞ্জুমানে মুফিদুল ইসলাম প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশজুড়ে তাদের কার্যক্রমে সাধারণ মানুষ এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরণের সেবা পেয়ে উপকৃত হচ্ছে। সিলেটের মানুষের সেবার কথা চিন্তা করে ২৮তম শাখার উদ্বোধন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। সিলেটে এই কার্যক্রম চালু করায় বক্তারা আঞ্জুমানে মুফিদুল ইসলাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
১৯৪৭ সালে ঢাকায় কলকাতা আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রশাসনিক কর্মকর্তা এসএম সালাউদ্দিনের নেতৃত্বে ঢাকায় প্রথম কার্যক্রম শুরু হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম সারা বাংলাদেশে বিগত ২০ বছর ধরে আরো ২৭টি শাখা কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেটে সংগঠনের ২৮তম শাখার উদ্বোধন করা হলো।
আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেট শাখার কার্যক্রম সমূহঃ এ্যাম্বুলেন্স সার্ভিস, বেওয়ারিশ লাশ দাফন, শিক্ষা কার্যক্রম, স্কুল ও মাদ্রাসা, এতিমখানা, দুস্থদের সহায়তা করা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ইত্যাদি।