
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে, লন্ডন প্রবাসী মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ এর অর্থায়নে, আল আমিন ইসলামী মডেল মাদ্রাসায় ২৩ অক্টোবর বৃহস্পতিবার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থীগণ হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
পরে বিজ্ঞ বিচারক মন্ডলীগণের রায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সালাউদ্দিন ও হাফেজ মাওলানা আব্দুল কদ্দুস।
উল্লেখ্য শাল্লায় এই প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সুন্দর ও সাবলীল ভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন করতে পারায় মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান। এর পর মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :