
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের নয়টি উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে মোট ১৭ প্লাটুন সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকালীন শান্তি ও শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্খিত বা অবৈধ তৎপরতা নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে। বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় অবস্থিত মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। ইতিমধ্যে প্রতিটি উপজেলায় পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে প্লাটুনগুলো অবস্থান নিয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম বলেন, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচন সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
জেলার বিভিন্ন উপজেলায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি ও তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেক ভোটার জানিয়েছেন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা ভীতিহীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আস্থা পাচ্ছেন। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আপনার মতামত লিখুন :