বিশ্বকবি ও মোহিনী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন /
বিশ্বকবি ও মোহিনী

জয়শ্রী মোহন তালুকদার।

অষ্টগ্রামের গ্রামের একটি মেয়ে
মোহিনী তার নাম,
গাইতো গলায় মিষ্টি সুরে
রবি ঠাকুরের গান।

ঘরের মাঝে চার দেয়ালে
রবি ঠাকুরের ছবি
সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বেলে
আঁকতো রবির ছবি।

জন্ম, মৃত্যু নোবেল বিজয়ের
তারিখ থাকতো মনে,
গাইতো তো গান প্রাণ খুলে
একলা ঘরের কোনে

বাবা তার দিনমজুর
মা ঘরে থাকে,
ছোট্ট একটি মোবাইলে
মোহিনী গান শিখে।

২৫ শে বৈশাখ অষ্টগ্রামে
বসবে গানের মেলা,
মোহিনী চায় গাইতে গান
সবাই করে তাঁকে হেলা।

হাতজোড় করে মোহিনী
চায় যে গান গাইতে,
কেউ দিল না সুযোগ তাকে
একটি গান গাইতে।

হারিয়ে গেল কষ্টে তার
কবিতা আর গান,
মোহিনী যে গাইবে না আর
কোনদিন গান।

এমনিভাবেই আমাদের দেশে
কত মোহিনী আছে,
পারে না যে গাইতে গান
রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে।

বাংলাদেশের তৃণমূলে
আছে কত শিল্পী
নিতে হবে তাদের খোঁজ
দিতে হবে দৃষ্টি।

চলনা ভাই একসাথে
হাতে হাত ধরি,
বিভেদ বৈষম্য ভুলে আজ
রবি ঠাকুরের গান করি।।