সিলেটে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ১৮৫ তম সাহিত্য আসর ও স্মরণ সভা অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২১, ১১:৫৫ অপরাহ্ন /
সিলেটে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ১৮৫ তম সাহিত্য আসর ও স্মরণ সভা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধিঃ

মানুষ তাঁর মহৎ কাজের মাধ্যমেই বেঁচে থাকে। এজন্যে আমাদের জীবনের প্রতিটি কাজেরই মহৎ উদ্দেশ্য থাকা উচিত। এর মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে যেমন উপকৃত হবো, তেমনি সমাজও উপকৃত হবে। বশির উদ্দিনও তার জীবন কাটিয়েছেন সমাজ তথা মানুষের কল্যাণে। আমরা বিশ্বাস করি আল্লাহ তার কাজের উত্তম প্রতিদান দেবেন।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ১৮৫ তম সাহিত্য আসরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রথম প্রশাসনিক কর্মকর্তা বশির উদ্দিন আহমদ স্মরণে সভা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন। সাইক্লোনের উদ্যোগে গতকাল ২৫ অক্টেবর সোমবার নগরীর সিটি সেন্টারস্থ সিফডিয়া মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ।

সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি নাঈমা চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার মো. আশরাফ হোসেন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সিলেট বিভাগীয় সভাপতি আবদুল বাতিন ফয়সল, প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ, কলামিস্ট আবদুল মুঈদ চৌধুরী, কবি মুক্তার আহমদ, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি কামাল আহমদ প্রমুখ। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন কারি আবদুল বাসিত।