কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু গোলাপগঞ্জে গ্রেফতার
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন /
০
মাহদী রহমান ||
সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু (৪৫) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ এলাকা থেকে তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোল্লা ফজলু ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের হাজী আকমল আলীর ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যার নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (এসআই) আনন্দ চন্দ্রের নেতৃত্বে এসআই মিলন কুমার মৈত্র, এএসআই রাসেল রানা এবং সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালিত হয়।
ওসি মনিরুজ্জামান মোল্ল্যা জানান, মোল্লা ফজলুর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়ে সে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :