গোলাপগঞ্জে আলোচিত রনি হত্যা: মূল পরিকল্পনাকারী ইমা ঢাকায় গ্রেপ্তার
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন /
০
মাহদী রহমান
সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হত্যাকাণ্ডের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
ইমা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর বংশাল এলাকা থেকে আটক করা হয়।
২০২৫ সালের ১০ আগস্ট (শনিবার) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমগাছ এলাকায় যুবদল কর্মী রনি কে ছুরিকাঘাতে হ*ত্যা করা হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মামলার প্রধান অভিযুক্তসহ কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। মূল হত্যাকারীকেও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ রনি হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :