সিলেট প্রতিনিধিঃ যাত্রা শুরুর এক বছরের মধ্যেই পাঠকদের আস্থা অর্জন করে নিয়েছে নিউজবাংলাটোয়েন্টিফোরডটকম। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন, ঘটনার গভীরে প্রবেশ, সাহসিকতা ও বৈচিত্রপূর্ণ সংবাদের মাধ্যমে তারা ইতোমধ্যে নিজেদের আলাদা করে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। একটি অসাম্প্রাদিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণেও কাজ করছে এই সংবাদ মাধ্যম।
অনলাইন সংবাদ মাধ্যম নিউজবাংলাটোয়েন্টিফোর
ডটকম’র একবছর পূর্তি উপলক্ষ্যে সিলেটে আয়োজিত অনুষ্ঠানে এমনটি বলেছেন আগত অতিথিরা।
১ অক্টোবর এক বছর পূর্ণ করে নিউজবাংলা। শুক্রবার বিকেলে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসেয়শেন (ইমজা) কার্যালয়ে বর্ষপূতি অনুষ্ঠানের আয়োজন করা করা। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণীপেশার মানুষজন উপস্থিত হয়ে নিউজবাংলাকে শুভেচ্ছা জানান।
শুরুতেই কেক কেটে নিউজবাংলার জন্মদিন পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে নিউজবাংলা নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন অতিথিরা।
এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুলহ চৌধুরী বলেন, সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে পাঠদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হয়েছে নিউজবাংলা। সংবাদের বিষয় বৈচিত্র, অনুসন্ধানী প্রতিবেদন, আকর্ষনীয় গেটআপ মেকআপ অন্যান্য নিউজ পোর্টাল থেকে তাদের আলাদা করে নিতে সক্ষময় হয়েছে। নিউজবাংলার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল বলেন, সঠিক সংবাদ প্রকাশের পাশপাশি একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণেও কাজ করছে নিউজ বাংলা। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্ছ্বার রয়েছে। এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে তারা আপোষহীন তা এই এক বছরেই পাঠকরা বুঝতে পেরেছেন।
নিউজবাংলা আগামীদিনে আরও অধিক সংখ্যক পাঠকের মন জয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিউজবাংলায় ব্যবসা বাণিজ্যের সংবাদও গুরুত্ব সহকারে প্রকাশ করা হয় উল্লেখ করে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, করোনার কারণে সব ধরণের ব্যবসাই ক্ষতিগ্রস্থ হয়েছে। গণমাধ্যমে ব্যবসায়ীদের ক্ষতি ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আরো বেশি বেশি প্রতিবেদন হওয়া উচিত।
নিউজবাংলার শেয়ারবাজার সংশ্লিস্ট রিপোর্ট অনেক গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।
আলোচনা পর্বের আগে কেক কাটায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেহ সহ-সভাপতি আব্দুল হান্নান, সম্মিলিতি সাংস্কৃতিক জোট সিলেটের সহ-সভাপতি সামসুল আলম সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, মাহবুবুর রহমান রিপন, আশরাফুল কবির, সাধারণ সম্পাদক আনিস রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, শিক্ষক ও সংগঠক প্রণবকান্তি দেব, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক শংকর দাস, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইউসুফ আলী, সাংবাদিক চয়ন চৌধুরী, মুকিত রহমানী, নাসির উদ্দিন, গোলজার আহমদ, অমিতা সিনহা, এস আলমগীর, নিরানন্দ পাল, অনিল পাল, দিপক বৈদ্য, শাকিল আহমদ সোহাগ, শাহ শরিফ উদ্দিন, মুন্না মিয়া, ব্যবসায়ী নন্দলাল ঘোষ, আলোকচিত্রী প্রভাত পালসহ রাজনীতি, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিবর্গরা।
বর্ষপূতি অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান নিউজবাংলা’র সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবু।
মন্তব্য করুন