সিলেট প্রতিনিধিঃ সিলেটের সিনিয়র সাংবাদিক ও নগরীর কুয়ারপার এলাকার বাসিন্দা নাসির আহমদ খানের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ যোহর নগরীর কুয়ারপার জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান হাফিজ মাওলানা মো.মাহবুবুর রহমান।
এ সময় জানাজায় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেরদিন নাসির আহমদ খান ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক সিলেট সংলাপ, দৈনিক কাজিরবাজার ও সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। নাসির আহমদ খানের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ৩ দিন আগে শ্বাসকষ্টজনিত রোগে ওসমানী হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে মঙ্গলবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বাসায় নেয়ার পর বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানেই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মন্তব্য করুন