কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক সভা রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টার আয়োজনে এবং গন সাক্ষরতা অভিযানের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
প্রচেষ্টার আলোয় আলো প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুল ওহাব কামালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান। অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, রহিমপুর ইউপির চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, গনসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক ও কার্যক্রম কর্মকর্তা শামসুন্নাহার বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মধুছন্দা দাস, আদিবাসী নেতা সমরজিৎ সিংহ প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন- কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, চা শ্রমিক ইউনিয়ন নেতা নির্মল পাইনকা প্রমুখ। সভায় করোনাকালীন সময়ে সরকারীভাবে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার বিষয়টি কাটিয়ে উঠতে সরকার ও এনজিও একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
মন্তব্য করুন