সিলেট প্রতিনিধিঃ বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক মহিউদ্দিন শীরু’র ১২তম মৃত্যুবার্ষিকীতে আজ শনিবার ২৫ সেপ্টেম্বর বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ গোরস্তানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মিঠু দাস জয় এবং মরহুম মহিউদ্দিন শীরুর একমাত্র ছেলে ওয়াজি আহমদ অমু।
আরো সংবাদঃ কুলাউড়ায় বিকাশ এজেন্টের উপর দুর্বৃত্তের হামলা, সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
এর আগে বাদ জোহর দরগাহ মসজিদ প্রাঙ্গণে মহিউদ্দিন শীরু স্মৃতি সংসদের উদ্যোগে সাংবাদিক মহিউদ্দিন শীরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানসহ প্রয়াতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
মন্তব্য করুন