আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া সাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর (এমপি) সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতুরিয়া ইউনিয়ন পরিষদ এর সভা কক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুস সোবাহান খান এর সভাপতিত্বে সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মায়নুল হায়দার নিপু, সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কামাল গাজী, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন খান, আওয়ামীলীগ নেতা মো. হায়দার জম্মাদার, মো. সোহেল আলোচনায় অংশগ্রহন করেন।
দোয়া ও মোনাজাতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
মন্তব্য করুন