ঝালকাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী ইসহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদরাসায় ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালন ও আলিম ১ম বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার আয়োজনে ২ অক্টোবর সোমবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মঠবাড়ীয়া উপজেলার ধানিসাফা ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সোহাগ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আহসান হাবিব সোহাগ।
মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান জামাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আলমগীর হোসেন, মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, আমন্ত্রিত অতিথি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :