স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আর যেন কোনো প্রাণ না ঝড়ে সেদিকে সকলকে নজর রাখার অনুরোধ জানান। এছাড়া বানিয়াচংয়ে পুলিশের গাড়ি ভাংচুরের নিন্দা জানিয়ে তিনি বলেন কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, ওসি (তদন্ত) আবু হানিফ, ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, অধ্যক্ষ স্বপন কুমার দাস, জনাব আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুজ্জামান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আরফান উদ্দিন,মাসউদ কোরাইশী মক্কী, এরশাদ আলী, সাদিকুর রহমান, জয়কুমার দাস, ফরিদ আহমেদ,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইমাম সমিতির সভাপতি কাজী আতাউর রহমান, প্রমুখ। এছাড়া আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন