শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ সর্বোচ্চ প্রস্তুত-এসপি ইয়াছমিন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন /
০
হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জে তফসিল ঘোষণার পর শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে পুলিশ। নবাগত পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন সোমবার (৮ ডিসেম্বর) নিজ কার্যালয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেন।
সভায় পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, জাতি প্রায় ১৭ বছর পর স্বপ্ন দেখছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার। আমরা চাই প্রত্যেক ভোটার যেন নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের সব ইউনিট প্রস্তুত। তফসিল ঘোষণার পর কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে দিকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। সহিংসতা করার চেষ্টা হলে তা অবশ্যই প্রতিরোধ করা হবে। সভায় সাংবাদিকরা বলেন, নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণও এতে আত্মবিশ্বাসী হবে। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আরও বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট- নিরাপদ ভোট, শান্তিপূর্ণ নির্বাচন, এবং জনগণের আস্থা অটুট রাখা।
হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম কহিনুর, বাংলাদেশ বেতার জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী সহ জেলার অন্যান্য গণমাধ্যম প্রতিনিধি সভায় অংশ নেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী ও ডিআইওয়ান মাহবুবুর রাহমানও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :