কুলাউড়ায় নিষিদ্ব ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন / ০ Views
কুলাউড়ায় নিষিদ্ব ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গত রবি ও সোমবার উপজেলার কাদিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন থেকে ২ জন ডেবিলকে আটক করেছে। আটকৃতরা হলেন- উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মইনুদ্দিন (৪০), ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান মৎস্যজীবী লীগের সদস্য সচিব হাসান আহমদ (৩০)।

পুলিশ জানায়, আটককৃত দুইজনকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপ্রচেষ্টা করছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে ডেভিল হান্টের তালিকাভুক্ত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।