আজমিরীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন /
আজমিরীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল নাগাদ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। উপজেলার কাকাইলছেও বাজারে সকাল ৯টার দিকে শুরু হওয়া এই লড়াই প্রায় দুই ঘণ্টা ধরে চলে। ঘটনায় রাসেল মিয়া নামে এক ব্যক্তি প্রাণ হারান, আর আহত হন উভয় গোষ্ঠীর অন্তত ৫০ জন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, আনন্দপুর গ্রামের আলকুরান সওদাগর গোষ্ঠী এবং কুমেদপুর গ্রামের হান্নান মিয়া গোষ্ঠীর মধ্যে আধিপত্যকে ঘিরে বহুদিন ধরে উত্তেজনা চলছিল। সম্প্রতি কাকাইলছেও পঞ্চায়েত কমিটি গঠন এবং বাজার এলাকায় সক্রিয়তা বাড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ আরও তীব্র আকার নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও উভয় পক্ষ থেকে উত্তেজনামূলক বার্তা ছড়ানো হচ্ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এ অবস্থায় গতকাল সোমবার রাতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে যায় এবং সংঘর্ষ শুরু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার পর এলাকায় টহল জোরদার করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তেজনা কমাতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারি ও সমঝোতার উদ্যোগ নেওয়া হচ্ছে।