কমলগঞ্জে চিতলীয়া প্রবাসী কল্যাণের আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:১৫ অপরাহ্ন /
কমলগঞ্জে চিতলীয়া প্রবাসী কল্যাণের আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ, স্থায়ী অফিস উদ্বোধন, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে চিতলীয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে দিনব্যাপী আয়োজনে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের প্রথম পর্বে এলাকার প্রায় চার শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মো. নূরুল হকের সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক মো. আবু বক্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামারছড়া বন রেঞ্জের বিট কর্মকর্তা মো. আহমদ আলী, কমলগঞ্জ থানার এসআই মো. আমির হোসেন, নাজির হাসান ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শামসুল হক প্রমুখ। প্রধান অতিথি এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে এগিয়ে আসছেন, যা অত্যন্ত অনুপ্রেরণামূলক।

উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা। সংগঠনটির এই বহুমুখী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।