কুলাউড়ায় আব্দুল্লাহ আল মশহুদ (রহ.) স্মৃতি ২য় মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন /
কুলাউড়ায় আব্দুল্লাহ আল মশহুদ (রহ.) স্মৃতি ২য় মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়ায় আব্দুল্লাহ আল মশহুদ (রহ.) স্মৃতি ২য় মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২ হাজার ছাত্র-ছাত্রীদের অংগ্রহণে ২টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠত হয়েছে। কেন্দ্র দুটি হলো হিংগাজিয়া উচ্চ বিদ্যালয় ও হিংগাজিয়া ফাজিল মাদরাসা।

সূত্রে জানা গেছে, ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ৪টি শাখায় এই মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ শ্রেণী “ছা” শাখার পরিক্ষা শুরু হয় সকাল ১০টায়, সপ্তম-অষ্টম শ্রেণীর “তা” শাখায় পরিক্ষা শুরু হয় ১১.২০মিনিটে, নবম-দশম শ্রেণী “বা” শাখা এবং ইন্টারমিডিয়েট ১ম বর্ষ-২য় বর্ষের “আলিফ” শাখার পরিক্ষা শুরু হয় দুপুর ১২.২০মিনিটে। পরিক্ষায় সার্বিক দায়িত্ব পালন করেন পরিক্ষা নিয়ন্ত্রক আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহ.) এর সুযোগ্য নাতি মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ। পরিক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন- হিংগাজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সতন্ত্র এমপি প্রার্থী কাজি মাওলানা ফজলুল হক খান সাহেদ, ইফতেখার হোসেন, চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, নিজামিয়া দাখিল মাদরাসা ও এতিমখানার সুপার মাওলানা তুফাজ্জুল হোসেন, পরিষদের সভাপতি সুয়েব আহমদ, সাবেক সভাপতি নজরুল ইসলাম, জেলা তালামীষের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা তালামীযের সভাপতি শামসুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, মাস্টার জহিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন প্রমুখ।