নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জে বকেয়া পরিশোধ ও ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা সোমবার(২৫ মার্চ) দুপুরে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের আয়োজনে জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলেও ইন্টার্ন চিকিৎসকেরা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছি না। অতীতে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় ১৫ হাজার টাকা কোনোভাবেই একজন ইন্টার্ন চিকিৎসকের পরিশ্রমের মূল্যায়ন হতে পারে না। ইন্টার্নদের সব বকেয়া ভাতা পরিশোধ এবং ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা হোক।’
হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন, ‘আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আমরা ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা সময়ের দাবি।’ মানববন্ধন শেষে এই দুই দাবিতে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন ইন্টার্ন চিকিৎসকেরা।
আপনার মতামত লিখুন :