পঞ্চগড়ে বাংলাবান্দা মহাসড়কে দুই পাশে অবৈধ বালু, পাথর দুর্ঘটনা প্রতিরোধে অভিযান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন /
পঞ্চগড়ে বাংলাবান্দা মহাসড়কে দুই পাশে অবৈধ বালু, পাথর দুর্ঘটনা প্রতিরোধে অভিযান

পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে নির্মাণ সামগ্রী(বালি ও পাথর) সৃষ্ট দূর্ঘটনা প্রতিরোধ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে ভুতিপুকুর রাস্তায় দুপুর ১২. টা হতে দুপুর ০২.০০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী(পাথর ও বালি) রাস্তার উপর সংরক্ষণ ও ট্রাক রাস্তার উপর লোড করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০৩(তিন) জন ব্যবসায়ীকে মোট ৩০,০০০/-(ত্রিশ হাজার ) ও ০২(দুই) জন ট্রাক চালককে ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় বিকাল ৪.৩০ হতে বিকাল ৫.৩০ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী(পাথর ও বালি) রাস্তার উপর সংরক্ষণের মাধ্যমে বায়ুদূষণ করার অপরাধে ০২(দুই) জন ব্যবসায়ীকে মোট ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়েছে। তেঁতুলিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আকাশ ও পঞ্চগড় সদর উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং উভয় স্থানে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।