
পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেতুলিয়া মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে । গত দুই দিন ধরে এ তেতুলিয়া ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা না থাকলেও পাহাড়ি হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ।
তেতুলিয়া আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। তবে সকাল থেকেই ঝলমলে সূর্যের দেখা মিলেছে।
এর আগে একই দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পঞ্চগড়ে তেতুলিয়া তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। টানা দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবনে শীতের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে দিনের বেলা তাপমাত্রার পারদ ২৬ ডিগ্রির ঘরে থাকায় সূর্যের তাপে কিছুটা স্বস্তি মিলছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘টানা দুই দিন ধরে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এতে তেতুলিয়া ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে।’
আপনার মতামত লিখুন :