বানিয়াচংয়ে ভোক্তা অধিকার দিবস উদযাপন।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৪, ১১:২০ অপরাহ্ন /
বানিয়াচংয়ে ভোক্তা অধিকার দিবস উদযাপন।

স্টাফ রিপোর্টার।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী ওসেমিনারঅনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫মার্চ) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।সেমিনারে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ, সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শেখ নূরুল ইসলাম প্রমুখ।সেমিনারে বক্তারা স্থানীয়ভাবে ভোক্তা অধিকার সংশ্লিষ্ট অফিস স্থাপনের দাবি জানিয়ে বলেন, ভোক্তারা নিজের অধিকার সমন্ধে জনসচেতনতা প্রয়োজন।
পাশাপাশি ব্যাবসায়ীদের কে আন্তরিকতা ও সততার সহিত ব্যাবসা পরিচালনার জন্য আহবান জানানো হয়েছে।