মাহাদি হাসান, স্টাফ রিপোর্টার।।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে গোলযোগ দেখা দেওয়ার ঘটনা ঘটেছে। রানওয়ের অ্যাপ্রোচ লাইট অকেজো হয়ে পড়ায় এ বিমানবন্দরে অন্তত দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ গোলযোগ দেখা দেয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অবস্থার তৈরি হয়। রাত ১০টার পর অ্যাপ্রোচ লাইট মেরামত করে রানওয়েকে প্রস্তুত করা হয়। ফলে ফের ফ্লাইট ওঠানামা শুরু হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এর ফলে রানওয়ের অ্যাপ্রোচ লাইটগুলো নিভে যায়। মূলত অন্ধকার রাতে রানওয়ে যাতে চিহ্নিত করতে পারেন বিমানের পাইলট, সেজন্য অ্যাপ্রোচ লাইট বসানো হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে শর্ট সার্কিটের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে রানওয়ের লাইটগুলো নিভে যায়। তাই দুটি ফ্লাইট ঢাকা থেকে ওসমানীতে আসতে পারেনি।’
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের একটি ফ্লাইট এ সমস্যার কারণে নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। যতটুকু জানতে পেরেছি, রাত ১০টার পর রানওয়ে ফ্লাইট ওঠা নামার উপযোগী হয়েছে।’
মন্তব্য করুন