মাহাদি হাসান, স্টাফ রিপোর্টার।।
লুন্ঠিত স্বর্ণালঙ্কারসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার চারখাই এলাকার ঘোলাঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃত ডাকাতরা হচ্ছে ওসমানীনগর উপজেলার খাদিমনগর গ্রামের আরফানুহর ছেলে খোকন রেজা (৩৬), ছাতক উপজেলার মাধবপুর কালারুকা মৃত হাতিম আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন (২৪) ও ছাতকের ঝাউয়া এলাকার বড়কাপন গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মোনায়েম (২৩)।
কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম এলাকায় একটি বসতঘরের সদস্যদের জিম্মি করে ডাকাতি শেষে গন্তেব্যে ফেরার পথে তাদেরগ্রেফতার হয়। তাদের কাছ থেকে ১ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, কানাইঘাট এলাকার একটি বাড়িতে ডাকাতি শেষে ফেরার পথে চারখাই পুলিশ ফাড়িঁর ইনচার্জ ফয়সল আহমদের নেতৃত্বে টহল পুলিশের একটি দল তাদের আটক করে। ডাকাতির শিকার বাড়ির গৃহকর্ত্রী নাজমা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন