সিলেট প্রতিনিধিঃ
করোনার মহামারির কারণে সাধারণ মানুষের আয়-রোজগারে যখন টান পড়েছে তখন হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। চাল, ডাল, তেল, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তরি-তরকারি, মাছ-মাংস, পোল্ট্রি মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। এসব পণ্য ক্রয় করা অসম্ভব হয়ে পড়ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য।
সিলেট মহানগরীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে যাওয়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। বাজারে গিয়ে তাদের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর পাশাপাশি এই দু:সময়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে।
মন্তব্য করুন