খাদেমুল ইসলাম, তেতুলিয়া থেকেঃ দ্বিতীয় ধাপের নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে পঞ্চগড় -১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণভবনে দলটির সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।
পুরাতন ও বির্তকিতদের বাদ দিয়ে এ তেতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নের প্রত্যেকটিতে নতুনদের স্থান দিয়েছে ক্ষমতাসীন দলটি। বৃহস্পতিবার রাতে উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ও মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত (সম্রাট) এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীগীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাব্লু তেতুলিয়া উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে যারা দলের মনোনয়ন পেয়েছেন, বাংলাবান্ধা ইউনিয়নে মো. মাহবুবুল আলম মিলন, তিরনইহাটে মো. দানিয়েল হোসাইন, তেতুঁলিয়ায় মাসুদ করিম সিদ্দিকী, শালবাহানে মো. আশরাফুল ইসলাম, বুড়াবুড়িতে মো. শেখ কামাল, ভজনপুরে মো. হারুন অর রশিদ এবং দেবনগড়ে মো. আবুল কালাম আজাদ (ডাবলু)। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া মাহবুবুল আলম মিলন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ায় আমি খুব খুশী। দলীয় সভানেত্রী সহ জেলার নেতাদের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে মনোনীত করেছেন।
মোহা,মাসুদ করিম সিদ্দিক তেতুলিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ সভাপতি নৌকার মনোনীত পদ প্রার্থী চূড়ান্ত হয়েছেন এব্যাপারে
তিনি জানান, সকলের দোয়াসহ সমর্থ চাই আমাকে ভোট দিবেন, প্রার্থনা করে বলেন নিশ্চিত তিনি চেয়ারম্যান হবেন।তিরনই- হাট ইউপির আওয়ামী লীগের সাধারন সম্পাদক এব্যাপারে দানিয়েল হোসেন, তিনি নৌকা মার্কার পদ প্রার্থী মনোনয়ন পাওয়ায় তার নির্বাচনের এলাকায় সমর্থ দোয়া প্রার্থনা করেন এবংমাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন কৃতজ্ঞ জানিয়ে তার নিশ্চিত বিজয় হবে আশা করেছেন।আসলে দল চায় বির্তকিতদের বাদ দিয়ে সচ্ছ ব্যাক্তিদের মনোনয়ন দিতে। এবার সেটাই হয়েছে। আমি ও আমার পরিবার দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছি। দলের সিদ্ধান্তক্রমে দলীয় নেতাকর্মীরা নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করবে। একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে এটাই আমার চাওয়া। আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে একযোগে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে তৃণমূলে যাদের গ্রহনযোগ্যতা আছে, যারা ত্যাগী এবং দলের পেছনে যাদের অবদান রয়েছে, যারা নিজেদের অর্থে মানুষের পেছনে অর্থ ব্যয় করে তাদের পাশে দাড়িয়েছেন, ব্যাক্তিগতভাবে যারা সচ্ছ তাদেরকে দল মনোনয়ন দিয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট আগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানদের কেন বাদ দেয়া হলো এমন প্রশ্নে তিনি জানান, এ উপজেলার বেশির ভাগ চেয়ারম্যান বিএনপির। আমাদের যারা ছিল তারা দলের পেছনে তেমন শ্রম দেননি। তারা বির্তকিত এবং মানুষের পাশে তেমনটা ছিলেন না। তাদের ব্যাক্তিগত সচ্ছতা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। এ কারণে দল তাদের মনোনয়ন দেয়নি।তিনি আরো জানান, আমাদের সবাই দলীয় সিদ্ধান্ত মেনে নৌকার প্রার্থীর পেছনে কাজ করবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ নির্বাচনে অংশগ্রহন করে তাহলে নির্বাচনের আগেই তাদের দল থেকে বহিস্কার করা হবে। যেমনটি দেবীগঞ্চ পৌর নির্বাচনের বেলায় করা হয়েছিল।
মন্তব্য করুন