মোঃ খাদেমুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে এক কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৯০৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয় বলে জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম।
আটক হরসিত রায় (২৫) দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের ধর্মনারায়ণ রায়ের ছেলে।
বিজিবি জানায়, বাংলাবান্ধা থেকে যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান জেলা শহর অভিমুখে যাওয়ার গোপন খবর পায় বিজিবি সদস্যরা। পরে বেলা ১১ টার দিকে ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে মাঝিপাড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ৪৩৪/এমপি থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সড়কে চেকপোস্ট বসায়।
এ সময় পঞ্চগড়গামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে সন্দেহভাজন এক যুবককে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক যুবকের শরীর তল্লাশি করে এক কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য নয় কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
আটক যুবককে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :