শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন /
শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন।।

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে উপজেলা বিএনপির কার্যালয়ে ১লা সেপ্টেম্বর রবিবার  উপজেলা বিএনপির আয়োজনে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে দোয়া করা হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে   বিএনপি ও অঙ্গসংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।