হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
উপজেলা প্রশাসন শাল্লার আয়োজনে, উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে ২৬ জুন বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-০২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা বলেন অনেক মানুষ আমার পাশে, যারা অত্যন্ত দক্ষ ও তৎপর, আমি মনে করি শাল্লার উন্নয়নের গতি বৃদ্ধি করা প্রয়োজন, পৃথিবী উন্নত থেকে আরো উন্নত হচ্ছে, সকলের কাছে অনুরোধ করব আপনারা উন্নয়নের গতিধারা বৃদ্ধি করুন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু, মহিলা ভাইস-চেয়ারম্যান শর্বরী রানী মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ যশোবন্ত ভট্টাচার্য, উপজেলা প্রকৌশলী মোঃ সাঈফুল আজম,শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমূখ। নেতৃবৃন্দ বন্যা মোকাবেলায় সকলকে একত্রিত হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মকর্তাচারী সহ প্রমুখ লোকজন উপস্থিত ছিলেন।
এর পূর্বে তিনি শাল্লা সরকারি ডিগ্রি কলেজে, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও যাত্রাপুর গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ইউনিসেফের হাইজিং কিট, বন্যার্তদের মাঝে বিতরণ করেন ।
আপনার মতামত লিখুন :