শাল্লায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:১২ অপরাহ্ন /
শাল্লায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর, মঙ্গলবার, উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন ইউএনও পিয়াস চন্দ্র দাস।

​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে।

​সভায় বক্তারা মহীয়সী নারী বেগম রোকেয়াকে ‘নারী শিক্ষার বাতিঘর’ হিসেবে উল্লেখ করে তাঁর জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় রোকেয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে সমাজের সব স্তরের মানুষকে এক হওয়ার আহ্বান জানান। এই দিবসে উপজেলার শ্রেষ্ঠ ‘জয়িতা’দের সংবর্ধনাও প্রদান করা হয়।

​অন্যদিকে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে।

​সভায় বক্তারা দুর্নীতিকে একটি সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, দুর্নীতি কমাতে হলে আমাদের নৈতিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। নিজ নিজ অবস্থানে দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা আরও বলেন, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে হলে ঘর ও অফিসসহ সব প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করা জরুরি। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার এবং একাত্ম, সংযত ও অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​আলোচনা সভা দুটিতে বক্তব্য রাখেন:​শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ,​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ,​উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, ​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান,​মহিলা বিষয়ক অফিস ইন্সট্রাক্টর সত্য রঞ্জন দাস তালুকদার,​গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেমন্ত কুমার সরকার,​বর্তমান প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন,​শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার,​দৈনিক সিলেটের ডাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব।

​এছাড়াও আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।