শাল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন: দেশীয় জাত সংরক্ষণে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান ইউএনওর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ১১:৪০ অপরাহ্ন /
শাল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন: দেশীয় জাত সংরক্ষণে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান ইউএনওর

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ নভেম্বর (বুধবার) সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’ ও জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মুকিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

ইউএনও তাঁর বক্তব্যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারত্ব দূরীকরণে দেশীয় প্রাণীর জাত সংরক্ষণ এবং খামার পর্যায়ে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্য দেন এলইও ডাঃ দূর্জয় সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতে ইসলামী শাল্লা শাখার আমীর হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী এবং সফল খামারী বরুণ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলএসপি বিপ্লব চন্দ্র দাস।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকার প্রাণীর মধ্য থেকে সেরা ৫ জন বিজয়ী খামারীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২রা ডিসেম্বর ২০২৫ পর্যন্ত খামারিদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা অব্যাহত থাকবে।