হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ): সিলেট তথা বাংলাদেশ সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী ও সংঙ্গীত পরিচালক , বিজয় সরকার।উনার সৃষ্টির শৈলী দিয়ে আজ বাংলাদেশ সহ দেশের বাহিরে ও আলোড়ন সৃষ্টি করেছেন।
উনার রচনা শৈলী গানগুলি দর্শকদের মন চূয়েছে নিঃসন্দেহে ইদানিং নিজের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করেন গানটির প্রথম কলি হল
আমি রবি ঠাকুর নই
আমি কাজী নজরুল নই
আমি আব্দুল করিম নই
আমি হাছন রাজা নই
আমি তাদের মত নই
আমি এত বড় নই।
এই গানটি শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক মহলে উনাকে একুশে পদক প্রদানের দাবি উঠেছে।অনেকেই উনার ফেসবুক ওয়ালে এই গানের পোস্ট সহ বিভিন্ন গানের পোস্টে একুশে পদক প্রদানের জন্য কমেন্টের মাধ্যমে দাবি তুলেছেন।
বিজয় সরকার একজন উচ্চ শিক্ষিত লোক। সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত সাদা মনের মানুষ। নিজ এলাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে উনার অনেক সুনাম। এব্যাপারে বিজয় সরকারের সাথে কথা হলে উনি এ প্রতিবেদক কে বলেন সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, সৃষ্টিকর্তার পর সম্মানিত দর্শক শ্রুতারাই আমার শক্তি এবং প্রেরনা।
এ পর্যন্ত শতাধিক গান লিখেছেন তিনি, গান গুলো শ্রোতাদের হৃদয়ে ঠাঁই পাবে বলে উনি আশা ব্যক্ত করেন।দর্শকদের একুশে পদক প্রদানের দাবি উনার প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন বলে দর্শকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সঙ্গীতজ্ঞ বিজয় সরকারের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দীর্ঘায়ু কামনা করে, সঙ্গীত প্রেমীদের নিকট আর্শীবাদ প্রত্যাশা করছি।
মন্তব্য করুন