সিলেট প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগর এলাকায় দুই ব্রিফকেসে করে গাঁজা বহনের সময় ৩ ব্যক্তিকে আটক করেছে সিলেটে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা বহনকারী নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) জব্দ করা হয়। ৭ নভেম্বর রোববার দিবাগত রাত আনুমানিক ৮ টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানাধীন শেরপুর টোলপ্লাজার উত্তরে যাত্রীছাউনীর সামন থেকে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
৮ নভেম্বর সোমবার সকালে গণমাধ্যমকে ঘটনার সত্যতা জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তবে উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য জানাতে পারেননি তিনি। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মো. সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)। তারা তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং আইনানুগ ব্যবস্থাগ্রহন শেষে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন