হবিগঞ্জে ট্রাক চাপায় হেলপার নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ১১:১১ অপরাহ্ন /
হবিগঞ্জে ট্রাক চাপায় হেলপার নিহত

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের  বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের শেওরাতলী এলাকায় চাকা বদলের সময় ঢাকাগামী বিলাস পরিবহনের চাপায় হারিছ মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হয়।

সোমবার (২৬ মে)বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলপার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। জানা যায়, ওই সময় ঢাকাগামী একটি ট্রাক রেজিঃ নং-২৪-৫৯০৫ এর চাকা পাংচার হয়। সড়কের পাশে সাইড করে চাকা বদলের সময় বিলাস পরিবহন ট্রাকটি চাপা দেয়। এতে হারিছ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনতা সড়ক অবরোধ করে রাখে।