সিলেটে বরইকান্দি ইউনাইটেড ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন /
সিলেটে বরইকান্দি ইউনাইটেড ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: 
সিলেটে বরইকান্দি ইউনাইটেড ইউকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারী রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশন ২৮ নং ওয়ার্ডের গরীব শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
লন্ডন প্রবাসী কামাল উদ্দিন, শাহজান,হেলাল উদ্দিন, এনাম, বক্কর মিয়া, মুজাহিদ, মাহতাব উদ্দিন, কাজী কবির উদ্দিন, মোহাম্মদ শফিক আহমদ এবং আকতার হোসেনের সহযোগিতায় প্রায় ২০০ শীতার্ত মানুষ এই শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়া, লন্ডন প্রবাসী আকিকুর রহমান আকিক, লন্ডন প্রবাসী হেলাল উদ্দিন,লন্ডন প্রবাসী মুজাহিদ, লন্ডন প্রবাসী কাউন্সিল পারবেছ,২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হান হোসেন,জামাল উদ্দিন, ফখরুল ইসলাম, জালাল উদ্দীন, আনহার উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, প্রত্যেক বছরের ন্যায় এবারও বরইকান্দি ইউনাইটেড ইউকে’র লন্ডন প্রবাসীদের সহযোগিতায় এই শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।