পঞ্চগড়ে ,দুইজনের কারাদণ্ড


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন /
পঞ্চগড়ে ,দুইজনের কারাদণ্ড

পঞ্চগড়ে জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমি কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে জমির মালিক ও এস্কেভেটর চালকসহ দুইজনকে পৃথকভাবে ৩ মাস ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় উপজেলা প্রশাসনকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধ বালু ও পাথর উত্তোলনের জড়িত জমি মালিক শফিউল ইসলামকে (৬৬) ৬ মাস ও এস্কেভেটর চালক পলাশকে (২৬) তিন মাসের দণ্ডাদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

দণ্ডাদেশ প্রাপ্ত জমি মালিকের বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত জমি মালিক শফি উদ্দিনের ছেলে। এছাড়া এস্কেভেটর চালক পলাশের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমতিবিহীন ফসলের জমি নষ্ট করায় একটি এস্কেভেটরসহ কিছু মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে কিছু শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটরের চালককে তিন মাসের কারাদণ্ড এবং মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে এস্কেভেটরে থাকা দুটি ব্যাটারি জব্দ করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় জানান , জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জমি থেকে পাথর বালু উত্তোলন করা হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিছু আলামত পাওয়া যাওয়ায় দুইজনকে কারাদণ্ড দেয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

এতে সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সেনা সদস্যরা, সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, পঞ্চগড় সদর পুলিশের সদস্যরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।