দেশ প্রেম নিয়েই আমাদেরকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে- জি কে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ৯:১০ অপরাহ্ন /
দেশ প্রেম নিয়েই আমাদেরকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে- জি কে গউছ
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশ প্রেম নিয়েই আমাদেরকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। কোনো অপশক্তি আমাদেরকে রুখতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে ঠিকে থাকতে পারলে এমন কোনো অপশক্তি নেই যা বিএনপিকে রুখতে পারে। দেশের জন্য আমরা রক্ত দিতে জানি আমাদেরকে পিছনে থাকানোর সুযোগ নেই।
তিনি  শুক্রবার (৩০ মে)বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত কঠিন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে যখন আওয়ামীলীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, ঠিক সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়ে দেশকে অরাজকতা থেকে মুক্ত করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাংবাদিকদের কলমের স্বাধীনতা দিয়েছিলেন, ৪টি পত্রিকা থেকে হাজার হাজার পত্রিকা চালুর সুযোগ করে দিয়েছিলেন, মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন।
জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, সাবেক সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম আহŸায়ক ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, এমজি মোহিত, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, যুক্তরাজ্য বিএনপি নেতা আমিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, আজিজুর রহমান কাজল, শামছুল ইসলাম মতিন, এডভোকেট আব্দুল হাই, সৈয়দ রিয়াজ, এস এম আউয়াল, জালাল আহমেদ, মর্তুজা আহমেদ রিপন, এডভোকেট আবুল ফজল, সফিকুর রহমান সিতু, জহিরুল ইসলাম শরীফ, শারফিন চৌধুরী রিয়াজ, এডভোকেট গুলজার খান, গোলাম মাহবুব, আলী হোসেন সোহাগ, মাওলানা সাইদুর রহমান, শেখ মখলিছুর রহমান, তাজুল ইসলাম, মাসুকুর রহমান মাসুক, নাজমুল হোসেন অনি, মোজাক্কির হোসেন ইমন, মাহফুজ চৌধুরী প্রমুখ।

মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।