সিলেট প্রতিনিধিঃ
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস (বিসিপিএস) এর বিশেষজ্ঞ অধ্যাপকবৃন্দের সমন্বয়ে গঠিত ১৯ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
গতকাল ৭ নভেম্বর রোববার বেলা ১১টায় তাঁরা পরিদর্শনে আসেন। বিসিপিএস এর পরিদর্শক দলের চেয়ারম্যান সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ আব্দুল কাদের খানের নেতৃত্বে পরিদর্শক দলে ছিলেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম মাকসুদুল আলম, সাইকায়েট্রি বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ রেজাউল করিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ আবুল আহবাব, পেডিয়েট্রিক্স বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ মনোজ্জির আলী, ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ কামরুল হাসান তরফদার, রেডিওলজি এন্ড ইমেজিং বিশেষজ্ঞ অধ্যাপক নীল কান্ত পাল, পেডিয়েট্রিক সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক মৃগেন কুমার দাস চৌধুরী, অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক, অপথালমোলজি বিশেষজ্ঞ অধ্যাপক জাফর খালেদ, কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক সুধাংশু রঞ্জন দে, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ ইশতিয়াকুল ফাত্তাহ, মেডিসিনি বিশেষজ্ঞ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী, বায়োকেমিষ্ট্রি বিশেষজ্ঞ অধ্যাপক বিধান চন্দ্র দেবনাথ, প্যাথলজি বিশেষজ্ঞ অধ্যাপক নব কুমার সাহা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মনিরুল ইসলাম, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ জুলফিকর হোসেন খান এবং বিসিপিএস এর সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন। পরিদর্শক দলের সদস্য সচিব ছিলেন ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক তৌহিদ মোহাম্মাদ সাইফুল হোসেন।
পরিদর্শক দল প্রতিষ্ঠানে এসে পৌঁছালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেনের নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ তারেক আজাদ এবং প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁদেরকে স্বাগত জানান। এ সময় কলেজের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে পরিদর্শক দলকে স্বাগত জানান। পরে পরিদর্শক দল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন। ব্রিফিং শেষে তাঁরা কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক ও চিকিৎসকের সংখ্যা, অবকাঠামোগত সুযোগ সুবিধাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পারিপাশ্বিক সুবিধা দেখে কলেজের ভূয়সী প্রশংসা করেন।
মন্তব্য করুন