
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের বোদায় পাথরবোঝাই ট্রাকচাপায় থ্রি হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকার খোইটালী বর্মন। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত অন্য নারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি থ্রি হুইলার বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বোদা থেকে পাথরবোঝাই ট্রাকটি দেবীগঞ্জ যাচ্ছিল। থ্রি হুইলারটি বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গেলে পাথরবোঝাই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে খইটালি বর্মন নামে এক নারীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরেক নারী মারা যান। বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত শিশুসহ ছয়জনকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন :