বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন /
বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের বোদায় হালচাষ করতে গিয়ে মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে অন্তর চন্দ্র বর্মন (১৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নতুনহাট বটতলী ভোটাপাড়া এলাকায় এ ঘটনাটি।

স্থানীয়রা জানান, চন্দনবাড়ী ইউনিয়নের বটতলী ভোটাপাড়া এলাকার বাসিন্দা খিরেন্দ্রনাথ বর্মনের পুত্র অন্তর চন্দ্র বর্মন জমিতে হালচাষের জায়গা দেখিয়ে দেয়ার উদ্দেশ্যে ভাড়ায় চালিত ট্রাক্টরে চেপে বসে। ট্রাক্টরের ড্রাইভার আলামীন এসময় একটি মোড় ঘোরাতে গেলে ট্রাক্টর থেকে অন্তর চন্দ্র বর্মন ট্রাক্টরের ফাঁলের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই হাল চাষের ফালে কাটা পরে মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক ট্রাক্টরের নিচে পরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।