নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে নবীগঞ্জ উপজেলার আলাউদ্দিন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে বানিয়াচং উপজেলার খায়ারটেকা এলাকার শুঁটকি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় অটোতে থাকা আলাউদ্দিন মিয়াসহ চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা আলাউদ্দিন মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বানিয়াচং থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :