
অহংকার ও পতনের চিরন্তন উপাখ্যান: একটি রূপক শিক্ষা
হাবিবুর রহমান হাবিব
পবিত্র কুরআনের সূরা আল-আ’রাফের ১১, ১২ ও ১৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি এবং ইবলিসের অবাধ্যতার এক অবিস্মরণীয় বর্ণনা দিয়েছেন। সেই ঐশী বাণীর নির্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে এই রূপক গল্পটি।
গল্পের প্রেক্ষাপট:
এক মহিমান্বিত রাজপ্রাসাদে একজন দয়ালু রাজা ছিলেন। তিনি একদিন সামান্য মাটি দিয়ে অত্যন্ত নিপুণভাবে একটি ‘মাটির প্রদীপ’ তৈরি করলেন। প্রদীপটি দেখতে অতি সাধারণ হলেও এর ভেতরে রাজা নিজের বিশেষ কুদরত ও মহিমা লুকিয়ে রেখেছিলেন।
রাজার দরবারে অনেক ‘নূরের বাতি’ ছিল, যারা দীর্ঘকাল ধরে প্রাসাদে আলো ছড়িয়ে আসছিল। তাদের মধ্যে একটি বিশেষ শক্তিশালী বাতি ছিল, যার দম্ভ ছিল আকাশচুম্বী। সে মনে করত, যেহেতু সে উজ্জ্বল অগ্নিশিখা দিয়ে তৈরি, তাই সেই প্রাসাদের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত।
পরীক্ষার ক্ষণ:
একদিন রাজা ঘোষণা দিলেন, “আমি এই নতুন মাটির প্রদীপটিকে বিশেষ মর্যাদা দিচ্ছি। তোমরা সবাই একে সম্মান জানাও।” রাজার আদেশ পাওয়া মাত্র সব নূরের বাতি বিনম্রচিত্তে মাথা নত করল। কিন্তু সেই শক্তিশালী আগুনের বাতিটি স্থির দাঁড়িয়ে রইল। সে রাজার স্পষ্ট আদেশ অমান্য করে অবাধ্য হলো।
অহংকারের যুক্তি:
রাজা তাকে জিজ্ঞেস করলেন, “আমি আদেশ দেওয়ার পরও কেন তুমি সম্মান জানালে না?” আগুনের বাতিটি দম্ভভরে উত্তর দিল, “আমি এই মাটির প্রদীপের চেয়ে অনেক উন্নত। আপনি আমাকে সৃষ্টি করেছেন উজ্জ্বল অগ্নিশিখা দিয়ে, আর একে সৃষ্টি করেছেন তুচ্ছ মাটি দিয়ে। আগুনের ধর্ম উপরে ওঠা, আর মাটির স্থান সবসময় নিচে। তাই আমি কেন তাকে সম্মান করব?”
চূড়ান্ত পরিণতি:
রাজা তখন গম্ভীর স্বরে বললেন, “আমার এই পবিত্র দরবারে থাকার প্রধান শর্ত হলো বিনয় এবং আনুগত্য। যেখানে অহংকার আছে, সেখানে আমার সান্নিধ্য নেই। তুমি আমার আদেশ অমান্য করে নিজেকে বড় প্রমাণ করতে চেয়েছ, তাই এখানে তোমার কোনো স্থান নেই। তুমি আজ থেকে বহিষ্কৃত ও লাঞ্ছিত।”
মুহূর্তেই সেই উজ্জ্বল বাতিটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে অন্ধকার অতলে হারিয়ে গেল। আর সেই বিনয়ী মাটির প্রদীপটি রাজার কৃপায় এমন এক নূরের আলোয় জ্বলে উঠল, যা সমগ্র জগতকে আলোকিত করতে লাগল।
উপসংহার:
এই কাহিনী আমাদের জীবনের এক চরম সত্যকে মনে করিয়ে দেয়। মানুষের শ্রেষ্ঠত্ব তার বংশ, বর্ণ বা উৎসে নয়; বরং তার বিনয় ও স্রষ্টার প্রতি নিঃশর্ত আনুগত্যে। সূরা আল-আ’রাফের এই আয়াতগুলো আমাদের শেখায় যে, অহংকার হলো পতনের মূল, যা একজন আজীবন ইবাদতকারীকেও ধ্বংসের অতলে ঠেলে দিতে পারে।
আপনার মতামত লিখুন :