ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে চলার পথ সুন্দর করতে হবে – জি কে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ১১:৪০ অপরাহ্ন /
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে  চলার পথ সুন্দর করতে হবে  – জি কে গউছ

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে  ॥

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে চলার পথ সুন্দর করতে হবে। অন্যায়কে নিজের সঙ্গে রাখা যাবে না। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদেরকে থাকতেই হবে। যারা অন্যায় করেছে, জুলুম করেছে আজ তাদেরকে খোঁজে পাওয়া যায় না। তারা হাটে-ঘাটে বাজারে মসজিদে যেতে চায় না। কারণে জনগণকে তারা ভয় পায়। তিনি  শনিবার (১৭ জানুয়ারী) বিকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং মিয়া মোঃ আব্দুল আমিন ও আবু হুরায়রার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সভাপতি ড. আব্দুল আহাদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।