জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে চাই -সৈয়দ মোঃ ফয়সল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন /
জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে চাই  -সৈয়দ মোঃ ফয়সল
হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল বলেছেন, ফেব্রুয়ারিতে এ দেশে নির্বাচন হবে। নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যারা শহীদ হয়ে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছে তাদের মূল্যায়ন করতে হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে জাতির জন্য সব কিছু বলা হয়েছে।
 শনিবার(২ আগষ্ট)  সকারে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে সৈয়দ মো. ফয়সল শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ১৯৯১ সালে তৎকালীন পল্লী উন্নয়ন স্থানীয় ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মাধ্যমে মাধবপুর থেকে ধর্মঘর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। চৌমুহনী সোনাই নদীতে বিশাল সেতু নির্মাণ করেছি। এর ফলে ধর্মঘরের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। বুল্লার রাস্তা, খরকির রাস্তা, বাঘাসুরার রাস্তা আমার হাত ধরে করা হয়েছে। আমি কিছু পাওয়ার চেষ্টা করিনি। শুধু মানুষের ভালবাসা চেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে চাই। তিনি আরো বলেন, আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। একাধিকবার হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। সব সময় জনগণের পাশে থেকেছি।
গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।