নূুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
চুনারুঘাটের নরপতি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আবুল মিয়ার ছেলে আব্দুর রউপ (৩০) এবং স্ত্রী আলেয়া খাতুন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই দম্পতি তার দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এক ছেলের বয়স ১০ ও অপরজনের বয়স ৬ বছর। সকালে মা-বাবার মরদেহ ঘরের তীরের সাথে ঝুঁলতে দেখে চিৎকার করতে শুরু করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে হবিগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্ট্রিকেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম জানান,তারা হত্যার স্বীকার হয়েছে নাকি আত্মহত্যা করেছে সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শিগগিরই এর রহস্য জানা যাবে।
মন্তব্য করুন