নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাওর থেকে জাহেরা খাতুন (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণী জাহেরা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে রসুলপুর গ্রামের ওয়াহেদ মিয়ার মেয়ে।
মঙ্গলবার (৬ মে)রাতে উপজেলার শ্রীমঙ্গল মৌজা হাওরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। তিনি গত ৪ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।
বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই মো. আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। চারদিন ধরে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল মৌজা হাওরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি।
তিনি বলেন, ধারণা করছি ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। মারা যাওয়ার রহস্য জানতে মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :