ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে তেতুলিয়ায়  বিক্ষোভ মিছিল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১০:৪১ অপরাহ্ন /
ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে তেতুলিয়ায়  বিক্ষোভ মিছিল

মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ধ্বংসযঙের প্রতিবাদে পঞ্চগড়  তেতুলিয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ও সর্বস্তরের জনতার ব্যানারে। গাজার জন্য পৃথিবী থামো,কাজ করো না, স্কুলে যেও না, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটে যোগ দাও।

সোমবার (৭ এপ্রিল) বিকালে   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিএনপি, জামায়াত, জাগপা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়। তেতুলিয়ায় সর্বস্তরের জনগণের আয়োজনে চৌরাস্তা বাজার বাংলাবান্ধা মহাসড়কেপাশে কয়েক হাজার লোকের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে সমাপনী বক্তব্য ও গাজাবাসীদের জন্য মোনাজাতের বিশেষ দোয়া করা হয়।