৯ হত্যা মামলায় হবিগঞ্জের এমপি মজিদ খান জেল হাজতে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন /
৯ হত্যা মামলায় হবিগঞ্জের এমপি মজিদ খান জেল হাজতে
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকায় গ্রেপ্তারকৃত হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খানকে বানিয়াচংয়ের ৯টি হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে কড়া নিরাপত্তায় ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে তাকে হবিগঞ্জের আদালতে আনা হয়। পরে তাকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল আলীমের আদালতে তোলা হলে পুলিশ তাকে ৯টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। পরে বিচারক আব্দুল মজিদ খানকে শ্যোন এরেস্ট দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এ সময় তার পক্ষে কোন আইনজীবি ছিলেন না। পরে রাষ্ট্র পক্ষের সিএসআই শুনানী করেন।
গ্রেপ্তারকৃত মজিদ খানের বিরুদ্ধে বানিয়াচংয়ে ৯ হত্যা মামলাসহ আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।
এ বিষয়ে এডভোকেট ফাহিম খান জানান, বাদী ও বিবাদী পক্ষের কোন কোন আইনজীবি আদালতে না থাকায় সিএসআই শুনানী করেন। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, সোমবার রাত ৯টায় ঢাকার ফার্মগেইট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।