তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে:
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল আহমেদ মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, জামালগঞ্জের সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জনসাস্থ প্রকৌশল কর্মকর্তা রাম কুমার সাহা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফয়সাল আহমেদ, জামালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী চুমকি আক্তার। উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি শাহিন আলম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও স্থানীয় যুবরা।
বক্তারা বলেন, দেশ পরিচালনায় সরকারের পাশাপাশি দক্ষ যুবসমাজের খুবই প্রয়োজন। দক্ষ যুব সমাজ এই দেশ চালিকাশক্তি হিসেবে কাজে অংশগ্রহণ করে সমাজকে আমূল পরিবর্তনে নিয়ে আসতে পারে। দেশের বিভিন্ন স্থানে যুবরা সরকারি প্রশিক্ষণ নিয়ে তারা আজ নিজেরাই স্বাবলম্বী। অনেক যুব উদ্যোক্তা হয়েছেন সফলতা কর্মী। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল যুবককে আগামীতে দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করতে হবে। তাহলে দেশ সমৃদ্ধশালী হবে এগিয়ে যাব আমরা সকলেই। সকলকে কর্মদক্ষতায় আত্মপ্রত্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়
মন্তব্য করুন